আকাশ স্পোর্টস ডেস্ক:
তিন তিনটি গোল অফসাইডে বাতিল হওয়ায় হতাশ বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তার কথায়, ‘একটি গোলও অফসাইড ছিল না। সমস্যা হল, এ নিয়ে অভিযোগ করলে কোনো কাজ হয় না। গত সাত-আট বছরে আমার এই অভিজ্ঞতা হয়েছে। অভিযোগ করলে এএফসি বলে রেফারিরা সঠিক সিদ্ধান্ত নেন। তাই অভিযোগ করতে চাই না।’
কোচ বলেন, ‘মেয়েরা অনেক কষ্ট করেছে। শুরু থেকেই অ্যাটাকিং খেলেছে। ভিয়েতনামকে এক মুহূর্তের জন্যও সুযোগ দেয়নি আমার দল। দলের পারফরম্যান্সে আমি খুশি।’
তহুরা খাতুন বলে, ‘আমার গোল বাতিল করেছে, তাতে একটুও খারাপ লাগছে না। কারণ দল জিতেছে।’ আরেক গোলদাতা আঁখি খাতুন বলে, ‘দলের এমন জয়ে আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো নয়। খুব ভালো লাগছে গোল করতে পারায়।’
আকাশ নিউজ ডেস্ক 























