আকাশ স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপে বিরাট কোহলি খেলছেন না। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কোহলির না খেলা নিয়ে অভিযোগ তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত সম্প্রচারক সংস্থা স্টার গ্রুপ। এ নিয়ে ঝামেলায়ই জড়িয়ে গেছে বিসিসিআই ও স্টার।
কোহলি খেলছেন না বলেই যত বিরক্তি স্টার গ্রুপের। ভারতের তো অবশ্যই, বিশ্ব ক্রিকেটের এই তারকা না থাকায় বিজ্ঞাপনের বাজারেও প্রভাব পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। অভিযোগ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) একটি ই-মেইলও করেছে স্টার গ্রুপ।
ভারতীয় বোর্ডের একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কোহলিকে এশিয়া কাপে বিশ্রাম দেয়ার ব্যাপারে আগেই আপত্তি তুলেছিল স্টার। এসিসিকে এ নিয়েই ই-মেইল করেছে তারা।
স্টারের দাবি, ভারত এশিয়া কাপে সেরা দল পাঠায়নি। ফলে বিজ্ঞাপনের বাজারে ধাক্কা খাচ্ছে স্টার। স্টারের পাল্টা ই-মেইলে এসিসিকে বিসিসিআইয়ের প্রধান নির্বাহী (সিইও) রাহুল জোহরি লিখেছেন, ‘এটা শুনে রাখুন যে, দলটা নির্বাচন করে বোর্ডের অনুমোদিত নির্বাচক কমিটি।
আকাশ নিউজ ডেস্ক 

























