ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইব্রার ৫০০ গোল

আকাশ স্পোর্টস ডেস্ক:

সবকিছুতেই তিনি নাটকীয়তা পছন্দ করেন। এমন সব জায়গা বা বেকায়দা পজিশন থেকে তিনি গোল করেন, অন্যরা যা কল্পনাও করতে পারে না। সেই বিশেষত্ব ধরে রেখে তার ইতিহাস গড়া গোলটাও হল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।

সমসাময়িক খেলোয়াড়দের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে ৫০০ ক্যারিয়ার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন জ­াটান ইব্রাহিমোভিচ।

শনিবার মার্কিন লিগে টরেন্টো এফসির বিপক্ষে অবিশ্বাস্য এক ভলিতে ক্যারিয়ারের ৫০০তম গোলটি করেন এলএ গ্যালাক্সির সুইডিশ ফরোয়ার্ড। ম্যাচে এলএ গ্যালাক্সি ৫-৩ গোলে হারলেও ইব্রা তার কীর্তি উদযাপন করলেন স্বভাবসুলভ দুর্বীনিত ঢংয়েই, ‘টরেন্টোর জন্য আমি খুশি। কারণ তারা আমার ৫০০তম শিকার হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

বর্ণময় ক্লাব ক্যারিয়ারে মালমো, আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানইউ ও এলএ গ্যালাক্সির হয়ে ৭৪৭ ম্যাচে ইব্রার গোলসংখ্যা ৪৩৮। বাকি ৬২ গোল করেছেন সুইডেন জাতীয় দলের হয়ে। এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে ইব্রার চেয়ে বেশি গোল রয়েছে শুধু রোনাল্ডো ও মেসির।

সময়ের দুই সেরা ফুটবলারের সঙ্গে ৫০০ গোলের অভিজাত ক্লাবে নাম লেখাতে পেরে গর্বিত ইব্রা। তবে আনন্দ প্রকাশে যথারীতি থাকল নাটকীয়তা, ‘মাঠে আজ (শনিবার) যত খেলোয়াড় ছিল, তাদের সম্মিলিত গোলের চেয়েও সম্ভবত বেশি গোল করেছি আমি। ঠিক জানি না কয়জন খেলোয়াড় ক্যারিয়ারে ৫০০ গোল করেছে। আমি তাদের একজন এবং সম্ভবত সেরা। ম্যাচটা জিতলে আরও ভালো লাগত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রার ৫০০ গোল

আপডেট সময় ০৬:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

সবকিছুতেই তিনি নাটকীয়তা পছন্দ করেন। এমন সব জায়গা বা বেকায়দা পজিশন থেকে তিনি গোল করেন, অন্যরা যা কল্পনাও করতে পারে না। সেই বিশেষত্ব ধরে রেখে তার ইতিহাস গড়া গোলটাও হল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।

সমসাময়িক খেলোয়াড়দের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে ৫০০ ক্যারিয়ার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন জ­াটান ইব্রাহিমোভিচ।

শনিবার মার্কিন লিগে টরেন্টো এফসির বিপক্ষে অবিশ্বাস্য এক ভলিতে ক্যারিয়ারের ৫০০তম গোলটি করেন এলএ গ্যালাক্সির সুইডিশ ফরোয়ার্ড। ম্যাচে এলএ গ্যালাক্সি ৫-৩ গোলে হারলেও ইব্রা তার কীর্তি উদযাপন করলেন স্বভাবসুলভ দুর্বীনিত ঢংয়েই, ‘টরেন্টোর জন্য আমি খুশি। কারণ তারা আমার ৫০০তম শিকার হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

বর্ণময় ক্লাব ক্যারিয়ারে মালমো, আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানইউ ও এলএ গ্যালাক্সির হয়ে ৭৪৭ ম্যাচে ইব্রার গোলসংখ্যা ৪৩৮। বাকি ৬২ গোল করেছেন সুইডেন জাতীয় দলের হয়ে। এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে ইব্রার চেয়ে বেশি গোল রয়েছে শুধু রোনাল্ডো ও মেসির।

সময়ের দুই সেরা ফুটবলারের সঙ্গে ৫০০ গোলের অভিজাত ক্লাবে নাম লেখাতে পেরে গর্বিত ইব্রা। তবে আনন্দ প্রকাশে যথারীতি থাকল নাটকীয়তা, ‘মাঠে আজ (শনিবার) যত খেলোয়াড় ছিল, তাদের সম্মিলিত গোলের চেয়েও সম্ভবত বেশি গোল করেছি আমি। ঠিক জানি না কয়জন খেলোয়াড় ক্যারিয়ারে ৫০০ গোল করেছে। আমি তাদের একজন এবং সম্ভবত সেরা। ম্যাচটা জিতলে আরও ভালো লাগত।’