আকাশ স্পোর্টস ডেস্ক:
এবার রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহান।
আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই জাতীয় দলের হেড কোচের পদ থেকে রবি শাস্ত্রীকে সরিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেন এ সাবেক টেস্ট ওপেনার।
চেতন চৌহান বর্তমানে ভারতের উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ভারতীয় দলের হয়ে ১৯৬৯ থেকে ৮১ পর্যন্ত খেলেছেন চৌহান। এ দীর্ঘ ক্যারিয়ারে ৪০ টেস্ট ম্যাচে ২০৮৪ রান করেছেন তিনি।
টেস্ট ছাড়াও সাতটি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে চৌহান বলেন, রবি অত্যন্ত ভালো ক্রিকেট ধারাভাষ্যকার, ভালো কোচ নন। ওকে ওটাই করতে দেয়া উচিত।
এ ছাড়া রবি শাস্ত্রীর একটি বক্তব্যকে স্ট্রেইট ব্যাটে নাকচ করে দেন তিনি।
ইংল্যান্ড সফরে গিয়ে রবি শাস্ত্রী বলেছিলেন, আমার দেখা এটিই সফররত সেরা ভারতীয় দল। কিন্তু চৌহানের মতে, ১৯৮০ সালের দলটাই ভারতের সর্বসেরা দল।
রবি শাস্ত্রীর ব্যাপারে বিপরীত মন্তব্য করলেও চৌহান চলতি এশিয়া কাপে ভারতের জেতার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ভালো দল হয়েছে বলেই তিনি জানান।
প্রসঙ্গত সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে ভারতের ভরাডুবির পর থেকে রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানোর দাবি উঠেছে।
সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দ্র শেহওয়াগের মতো আইকনিক খেলোয়াড়রাও শাস্ত্রীর বিপক্ষে কথা বলেছেন। এবার এ তালিকায় সাবেক টেস্ট ওপেনার চৌহান যুক্ত হলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























