ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তামিমের ফিরে আসা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

চোটাক্রান্ত তামিম ইকবালের সাহসী ব্যাটিং নিয়ে খেলা শেষে মুশফিকুর রহিম বলেন, ‘তামিমকে ব্যাটিংয়ে আসতে দেখে খুব অবাক হয়েছিলাম।’

এশিয়া কাপে ১৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মুশফিক আরও বলেন, ‘ওকে ক্রিজে আসতে দেখে দেশের জন্য কিছু করায় আমাকে আরও উজ্জীবিত করেছিল। আমি আমার সেরা চেষ্টা করেছিলাম, সেটা কাজে লেগেছে।’

শনিবার শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের খেলায় ইনিংসের দ্বিতীয় ওভারে সুরঙ্গা লাকমলের বলে বাঁ-হাতের কব্জিতে চিড়ধরে দেশসেরা ওপেনার তামিম ইকবালের। এ-ক্সরে রিপোর্টের পর জানা যায় আগামী ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিমকে।

এমন কঠিন পরিস্থিতিতে তামিমের ব্যাটিং নিয়ে মুশফিক বলেন, এটা ওর দৃঢ়তা, দলের প্রতি, খেলার প্রতি ওর নিবেদন দেখিয়েছে। ও যেভাবে এগিয়ে এসেছে তার জন্য আমি খুশি। এটা দারুণ একটি ব্যাপার।’

তামিমের সঙ্গ পেয়ে ইনিংস গুটিয়ে যাওয়ার ৩ বল আগে, ১৫ বলে বল খেলে তিন চার ও তিনটি ছক্কায় ৩২ রান তুলে নেন মুশফিকুর রহিম।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। প্রথম ওভারে ১ রানে ২ উইকেট নেই। ঠিক পরের ওভারে ইনজুরির কারণে মাঠ ছাড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

সেই ভঙ্গুর অবস্থা থেকে দলকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। তৃতীয় উইকেট জুটিতে অনবদ্য ১৩১ রান সংগ্রহের পর বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর গড়ার আশাবাদী হয়।

ব্যক্তিগত ৬৩ রানে মিঠুন ফিরে গেলেও ইনিংসের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান মুশফিক। খেলেন ক্যারিয়ার সেরা ১৫০ বলে ১৪৪ রানের ঝলমলে ইনিংস। তার সেই ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত

বাংলাদেশ জয় পায় ১৩৭ রানে। ম্যাচ জয়ী সেই ইনিংস নিয়ে মুশফিক বলেন, এটাই আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিমের ফিরে আসা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: মুশফিক

আপডেট সময় ১১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:  

চোটাক্রান্ত তামিম ইকবালের সাহসী ব্যাটিং নিয়ে খেলা শেষে মুশফিকুর রহিম বলেন, ‘তামিমকে ব্যাটিংয়ে আসতে দেখে খুব অবাক হয়েছিলাম।’

এশিয়া কাপে ১৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মুশফিক আরও বলেন, ‘ওকে ক্রিজে আসতে দেখে দেশের জন্য কিছু করায় আমাকে আরও উজ্জীবিত করেছিল। আমি আমার সেরা চেষ্টা করেছিলাম, সেটা কাজে লেগেছে।’

শনিবার শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের খেলায় ইনিংসের দ্বিতীয় ওভারে সুরঙ্গা লাকমলের বলে বাঁ-হাতের কব্জিতে চিড়ধরে দেশসেরা ওপেনার তামিম ইকবালের। এ-ক্সরে রিপোর্টের পর জানা যায় আগামী ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিমকে।

এমন কঠিন পরিস্থিতিতে তামিমের ব্যাটিং নিয়ে মুশফিক বলেন, এটা ওর দৃঢ়তা, দলের প্রতি, খেলার প্রতি ওর নিবেদন দেখিয়েছে। ও যেভাবে এগিয়ে এসেছে তার জন্য আমি খুশি। এটা দারুণ একটি ব্যাপার।’

তামিমের সঙ্গ পেয়ে ইনিংস গুটিয়ে যাওয়ার ৩ বল আগে, ১৫ বলে বল খেলে তিন চার ও তিনটি ছক্কায় ৩২ রান তুলে নেন মুশফিকুর রহিম।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। প্রথম ওভারে ১ রানে ২ উইকেট নেই। ঠিক পরের ওভারে ইনজুরির কারণে মাঠ ছাড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

সেই ভঙ্গুর অবস্থা থেকে দলকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। তৃতীয় উইকেট জুটিতে অনবদ্য ১৩১ রান সংগ্রহের পর বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর গড়ার আশাবাদী হয়।

ব্যক্তিগত ৬৩ রানে মিঠুন ফিরে গেলেও ইনিংসের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান মুশফিক। খেলেন ক্যারিয়ার সেরা ১৫০ বলে ১৪৪ রানের ঝলমলে ইনিংস। তার সেই ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত

বাংলাদেশ জয় পায় ১৩৭ রানে। ম্যাচ জয়ী সেই ইনিংস নিয়ে মুশফিক বলেন, এটাই আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস।