আকাশ স্পোর্টস ডেস্ক:
ফরাসি লিগে পিএসজির জয়রথ ছুটছেই। নেইমার ও কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি এবং ফরাসি চ্যাম্পিয়নদের স্বপ্নযাত্রার পথে বাধা হতে পারেনি।
শুক্রবার আন্তর্জাতির বিরতির পর প্রথম ম্যাচে দলের বড় দুই তারকাকে ছাড়াই সাঁত এ্রতিয়েনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
ঘরের মাঠে পিএসজির দাপুটে জয়ে একটি করে গোল করেন জুলিয়ান ড্রাক্সলার, এডিনসন কাভানি, অ্যাঙ্গেল ডি মারিয়া ও মুসা দিয়াবি। নতুন জার্মান কোচ টমাস টুখেলের অধীনে এ মৌসুমে লিগে এটি পিএসজির টানা পঞ্চম জয়।
লিগ মৌসুম শুরুর আগে ফরাসি সুপার কাপে তারা হারিয়েছিল মোনাকোকে। পিএসজির কোচ হিসেবে প্রথম ছয়টি প্রতিযোগিতামূলক ম্যাচের সবগুলো জিতে নতুন ক্লাব রেকর্ড গড়লেন টুখেল। শুরুতে টানা পাঁচ জয়ের আগের রেকর্ডটি ছিল কার্লো আন্সেলোত্তির দখলে। এবার নতুন রেকার্ড গড়ার পথে টুখেলের পিএসজি ছয় ম্যাচে ২১ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র চার গোল।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে লিভারপুলের বিপক্ষে ম্যাচ থাকায় নেইমারকে এ দিন বিশ্রামে রাখেন কোচ। আর তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের। তবে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে ছাড়া তেমন কোনো বেগ পেতে হয়নি পিএসজিকে।
প্রথম চার ম্যাচে মাত্র একটিতে জেতা সাঁত এতিয়েনের শুরুটা অবশ্য ছিল বেশ আশাব্যঞ্জক। বল দখলে পিছিয়ে থাকলেও প্রথম ২০ মিনিটে দারুণ তিনটি সুযোগ পায় তারা। কিন্তু সাফল্য মেলেনি। ২২ মিনিটে ড্রাক্সলারের নৈপুণ্যে এগিলে যায় পিএসজি।
ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম হেডে সামনে বাড়িয়ে দ্বিতীয় হেডে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার। ৫১ মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। উরুগুয়ের এই স্ট্রাইকার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনল্টিটি পায় পিএসজি।
৭৬ মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে জোরালো শটে ব্যবধান আরও বাড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া। আর ৮৪ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন বদলি হিসেবে নামা তরুণ ফরাসি ফরোয়ার্ড দিয়াবি।
পাঁচ ম্যাচের সবক’টিতে জেতা পিএসজি ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এদিকে ফ্র্যাংকফুর্টকে ৩-১ গোলে হারিয়ে এক রাতের জন্য হলেও বুন্দেসলিগার শীর্ষে উঠে আসে বরুশিয়া ডর্টমুন্ড। শুক্রবার ঘরের মাঠে ডর্টমুন্ডের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা স্প্যানিশ স্ট্রাইকার পাকো আলকাসের।
আকাশ নিউজ ডেস্ক 

























