অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশে সৃষ্ট বন্যা প্রাকৃতিকভাবে এসেছে বলে মনে হলেও মূলত এ বন্যা আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। ভারতের নদীগুলো সব বাঁধ খুলে দেয়ার কারণেই আমাদের দেশে বন্যার সৃষ্টি হয়েছে।’
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে সৃষ্ট বন্যা প্রাকৃতিকভাবে এসেছে বলে মনে হলেও মূলত এ বন্যা আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। ভারতের নদীগুলো সব বাঁধ খুলে দেয়ার কারণেই আমাদের দেশে বন্যার সৃষ্টি হয়েছে। সরকারকেই এ বন্যা মোকাবিলা করতে হবে।’
মির্জা আব্বাস বলেন, ‘দেশের মানুষ বন্যায় আক্রান্ত কিন্তু সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে তারা মানুষের কল্যাণে কাজ করছে। আসলে দেখা যাচ্ছে তারা আদালতের রায় নিয়ে ব্যস্ত রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ নেতারা তাদের ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে নির্যাতন করছে। গতকালও (সোমবার) মিলাদ মাহফিল থেকে ১২ জনকে আটক করা হয়েছে।’
বিএনপি নেতা বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাই, কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। বর্তমানে এই অবৈধ সরকার পোশাকি বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে আছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















