আকাশ স্পোর্টস ডেস্ক:
গেল ম্যাচে বিশ্বজয়ের ধাকটা ঝাড়তে পারেনি ফ্রান্স। জার্মানির বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার স্বরূপেই পাওয়া গেল ফরাসিদের। বিশ্বচ্যাম্পিয়নের মতো খেলেই নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিল তারা। ডাচদের ২-১ গোলে হারিয়েছে ২০১৮ চ্যাম্পিয়নরা।
রোববার রাতে নিজ দূর্গে প্যারিসে দারুণ শুরু করে ফ্রান্স। ফলে এগিয়ে যেতেও সময় লাগেনি। ১৪ মিনিটে মিনিটে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ব্লেইস মাতুইদির বাড়ানো বল নিখুঁত প্লেসিং শটে জালে জড়ান ১৯-এর বিস্ময়।
এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণে নেদারল্যান্ডসকে ব্যতিব্যস্ত রাখেন দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে গোলমুখ খুলতে পারেননি তারা। কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি কমলা জার্সিধারীরা।
দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বলদখলে রাখে ফ্রান্স। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখেন স্বাগতিকরা। ৬৭ মিনিটে এর মাসুল গুণতে হয় তাদের। তেতের বাড়ানো ক্রস আলতো ছোঁয়ায় জালে ঠেলে দেন রায়ান বাবেল। এতে সমতায় ফেরেন অতিথিরা।
তবে ডাচদের সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৫ মিনিটে ডাচদের হাসি কেড়ে নেন অলিভিয়ের জিরুদ। বাঁজামাঁ মাঁদির বাড়ানো ক্রস উল্কার গতিতে জালে জড়ান তিনি। এ গোল আর শোধ করতে পারেনি নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আকাশ নিউজ ডেস্ক 

























