ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জার্মান ফুটবলের ধার কমেনি!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ম্যাচজুড়ে ফ্রান্সকে চাপে রাখল জার্মানি। শুরু থেকে শেষ পর্যন্ত করে গেল মুহুর্মুহু আক্রমণ। তবে দুর্ভাগ্য জার্মানদের। কাঙ্ক্ষিত সাফল্য এলো না। এতে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরের উদ্বোধনী দিনে এ লিগের গ্রুপ-১ এর দুদলের লড়াই গোলশূন্য ড্র হয়েছে।

মাস দেড়েক আগে বিশ্বজয় করেছে ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপ ঘরে তুলেছেন ফরাসিরা। তবে বৃহস্পতিবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় তাদের সেই ছন্দ দেখা গেল না। ম্যাচের প্রথম ৩০ মিনিট বলই পায়নি তারা। সুযোগ তো দূরের কথা।

ম্যাচে প্রথম সুযোগ তৈরি করে জার্মানি। এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি। অনেকেই বলাবলি শুরু করেছিলেন, জার্মানদের ধার কমে গেছে। কিন্তু না! ৩৫ মিনিটে দারুণ সুযোগ পান চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বল ফাঁকায় পেয়েও কাজে লাগাতে পারেননি মাটস হুমেলস। পরে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় ফ্রান্স। বিরতির আগে দুটি সুযোগ সৃষ্টি করেন ডিফেন্ডিং বিশ্বজয়ীরা। কিন্তু অলিভিয়ে জিরুদের পর কিলিয়ান এমবাপ্পেও মিস করেন।

দ্বিতীয়ার্ধেও বলদখলে এগিয়ে ছিল জার্মানি। তবে জোয়াকিম লোর শিষ্যদের সমানে চোখ রাঙিয়েছেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পর পর ২ মিনিটে সুযোগ পায় উভয় দলই। তবে সাফল্য মেলেনি। গোলরক্ষকের পরীক্ষায় সফল দুজনই। ৬৪ মিনিটে ২৫ গজ দূর থেকে আঁতোয়া গ্রিজম্যানের বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকান ম্যানুয়েল ন্যয়ার। পরের মিনিটে ডি-বক্সের সামান্য বাইরে থেকে মার্কো রয়েসের নেয়া শট প্রতিরোধ করেন আলফুঁস আরিওলা।

এর পর একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে জার্মানি। একের পর এক আক্রমণে অতিথিদের কোণঠাসা করে ফেলেন স্বাগতিকরা। কয়েক মিনিটের ব্যবধানে দারুণ কয়েকটি সুযোগও তৈরি করেন তারা। তবে তাদের পথে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান আরিওলা। ৭৩ মিনিটে হুমলেস, ৭৪ মিনিটে টমাস মুলারের দূরপাল্লার শট রুখে দেন তিনি।

ব্যর্থ হওয়ার পর যেন আরও ক্ষুরধার হয়ে ওঠেন জার্মানরা। আক্রমণের জোয়ার বইয়ে দেন তারা। তবে আরিওলাকে ফাঁকি দিতে পারেননি। ৭৭ মিনিটে ফের ফ্রান্সের ত্রাতা তিনি। সমন্বিত আক্রমণ দারুণ কৌশলে প্রতিহত করেন এ গোলরক্ষক। শেষ পর্যন্ত তার দৃঢ়তায় স্বস্তির ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন দিদিয়ের দেশমের শিষ্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মান ফুটবলের ধার কমেনি!

আপডেট সময় ০৫:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ম্যাচজুড়ে ফ্রান্সকে চাপে রাখল জার্মানি। শুরু থেকে শেষ পর্যন্ত করে গেল মুহুর্মুহু আক্রমণ। তবে দুর্ভাগ্য জার্মানদের। কাঙ্ক্ষিত সাফল্য এলো না। এতে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরের উদ্বোধনী দিনে এ লিগের গ্রুপ-১ এর দুদলের লড়াই গোলশূন্য ড্র হয়েছে।

মাস দেড়েক আগে বিশ্বজয় করেছে ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপ ঘরে তুলেছেন ফরাসিরা। তবে বৃহস্পতিবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় তাদের সেই ছন্দ দেখা গেল না। ম্যাচের প্রথম ৩০ মিনিট বলই পায়নি তারা। সুযোগ তো দূরের কথা।

ম্যাচে প্রথম সুযোগ তৈরি করে জার্মানি। এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি। অনেকেই বলাবলি শুরু করেছিলেন, জার্মানদের ধার কমে গেছে। কিন্তু না! ৩৫ মিনিটে দারুণ সুযোগ পান চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বল ফাঁকায় পেয়েও কাজে লাগাতে পারেননি মাটস হুমেলস। পরে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় ফ্রান্স। বিরতির আগে দুটি সুযোগ সৃষ্টি করেন ডিফেন্ডিং বিশ্বজয়ীরা। কিন্তু অলিভিয়ে জিরুদের পর কিলিয়ান এমবাপ্পেও মিস করেন।

দ্বিতীয়ার্ধেও বলদখলে এগিয়ে ছিল জার্মানি। তবে জোয়াকিম লোর শিষ্যদের সমানে চোখ রাঙিয়েছেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পর পর ২ মিনিটে সুযোগ পায় উভয় দলই। তবে সাফল্য মেলেনি। গোলরক্ষকের পরীক্ষায় সফল দুজনই। ৬৪ মিনিটে ২৫ গজ দূর থেকে আঁতোয়া গ্রিজম্যানের বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকান ম্যানুয়েল ন্যয়ার। পরের মিনিটে ডি-বক্সের সামান্য বাইরে থেকে মার্কো রয়েসের নেয়া শট প্রতিরোধ করেন আলফুঁস আরিওলা।

এর পর একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে জার্মানি। একের পর এক আক্রমণে অতিথিদের কোণঠাসা করে ফেলেন স্বাগতিকরা। কয়েক মিনিটের ব্যবধানে দারুণ কয়েকটি সুযোগও তৈরি করেন তারা। তবে তাদের পথে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান আরিওলা। ৭৩ মিনিটে হুমলেস, ৭৪ মিনিটে টমাস মুলারের দূরপাল্লার শট রুখে দেন তিনি।

ব্যর্থ হওয়ার পর যেন আরও ক্ষুরধার হয়ে ওঠেন জার্মানরা। আক্রমণের জোয়ার বইয়ে দেন তারা। তবে আরিওলাকে ফাঁকি দিতে পারেননি। ৭৭ মিনিটে ফের ফ্রান্সের ত্রাতা তিনি। সমন্বিত আক্রমণ দারুণ কৌশলে প্রতিহত করেন এ গোলরক্ষক। শেষ পর্যন্ত তার দৃঢ়তায় স্বস্তির ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন দিদিয়ের দেশমের শিষ্যরা।