আকাশ স্পোর্টস ডেস্ক:
সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ান হোসে মরিনহো! পর্তুগিজ এই কোচই নাকি রোনাল্ডোর পরিকল্পনা বাস্তবে রূপ দিতে দেননি।গুজবটা যখন খুব বেশি প্রকট হয়ে ধরা দিল, মরিনহো উড়িয়ে দিলেন সেই খবর।
বার্নলিকে ২-০ গোলে হারানোর পর এমন গুজবের সত্যতা নিয়ে প্রশ্ন করা হয় মরিনহোকে। স্বভাবসুলভ কাঠিন্য ধরে রেখে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম কখনই আলোচনায় ছিল না। ম্যানইউতে রোনাল্ডো আসবে কী আসবে না- এ নিয়েও কোনো আলোচনা হয়নি।’
রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে ২০০৯ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে ছিলেন জুভেন্টাসের নতুন প্রাণভোমরা। রিয়ালে রোনাল্ডোর কোচ ছিলেন তার স্বদেশি মরিনহো। নতুন করে একসঙ্গে কাজ করার সুযোগ না হলেও চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন ক্লাবের হয়ে মুখোমুখি হবেন দু’জন।
আকাশ নিউজ ডেস্ক 

























