আকাশ বিনোদন ডেস্ক:
র্দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সামনে এল ‘ব্যোমকেশ গোত্র’ টিজার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘রক্তের দাগ’ অবলম্বনে এবার অরিন্দমের ‘ব্যোমকেশ গোত্র’। বইয়ের পাতার ব্যোমকেশকে সিনেম্যাটিক করতে গেলে অনেক কিছুই বদলাতে হয়। তাই এবার পরিচালক গল্পকে নিয়ে গিয়েছেন মুসৌরিতে।
এছাড়া ‘ব্যোমকেশ গোত্র’-এ আরো একবার আবীরে সঙ্গে জুটি বাঁধছেন সোহিনী। মানে সত্যবতীর চরিত্রে আরও একবার অভিনেত্রীকে দেখা যাবে। তবে এসিনেমায় শুরু থেকেই গোল ছিল অজিতকে নিয়ে। প্রথমে শোনা গিয়েছিল ঋত্বিকের নাম। তারপর জানা যায় প্রতিবারের মতো শাশ্বতই থাকবে এই ভূমিকায়। কিন্তু শেষে সবাইকে চমকে দিয়ে অরিন্দমের অজিত হিসাবে নাম উঠে আসে রাহুল বন্দোপাধ্যায়ের।
এছাড়া এ ছবিতে উষাপতির চরিত্রে অঞ্জন দত্ত। সত্যকামের চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এছাড়া থাকছেন হর্ষ ছায়া, প্রিয়ঙ্কা সরকার, সৌরসেনী মিত্র, ইন্দ্রাশিস রায়, অনিন্দিতা বসু, বিবৃতি চট্টোপাধ্যায়।
আকাশ নিউজ ডেস্ক 

























