অাকাশ জাতীয় ডেস্ক:
ঝালকাঠিতে পুলিশের বাধার পণ্ড হয়ে গেছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার শহরের ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে ঘেরাও করে কাউকে অফিসে ঢুকতে দেয়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর জানান, পুলিশ আমাদের কোনো কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করতে দেয় না। তাই পুলিশের কাছে সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেক কাটা ও আলোচনা সভার অনুমতি চাওয়া হয়।
তিনি বলেন, পুলিশ আমাদের রাতে করার জন্য মৌখিকভাবে অনুমতি দেয়। রাতে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে সেখানে পুলিশ কাউকেই ঢুকতে দেয়নি। একপর্যায়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হলে যাকে পাওয়া যাবে তাকেই গ্রেফতার করার হুমকি দেয়া হয়।
এ ব্যাপারে সদর থানার এসআই আশিকুল ইসলাম বলেন, বিএনপির কর্মসূচি পালনের কোনো অনুমতি নেই। তাছাড়া মধ্যরাতে কর্মসূচি পালন করলে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় তাদের কর্মসূচি পালন করতে বাধা দেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























