অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জাতিসংঘসহ পশ্চিমা বিশ্বের ব্যাপক নিন্দা সত্ত্বেও দেশে মাদকবিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। আর এই যুদ্ধ মাদক নিঃশেষ করার আগ পর্যন্ত চলবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সোমবার দেশটির সংসদে দেয়া বক্তব্যে দুতের্তে বলেন, মাদকের বিরুদ্দে যুদ্ধ বিরতিহীনভাবে চলবে। এ যুদ্ধ থেকে আমাদের পিছু হঠা যাবে না।
জাতিসংঘসহ পশ্চিমাবিশ্বের বক্তব্যের বিষয়ে দুতের্তে বলেন, যে যাই বলুক আমরা এ যুদ্ধ চালিয়ে যাবো। মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, তা মাদকাসক্ত পরিবারকে নতুন জীবন দান করার জন্যই চালানো হচ্ছে বলে জানান তিনি।
এসময় পশ্চিমাবিশ্বসহ সমালোচকদের ইঙ্গিত করে তিনি বলেন, তারা মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন আর আমি উদ্বিগ্ন মাদকাসক্ত মানুষের জীবন নিয়ে। মাদক হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে।
উল্লেখ্য, মানবাধিকার গোষ্ঠীগুলো প্রথম থেকেই দুতার্তের সমালোচনা করে আসছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















