অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
থাইল্যান্ডের ফুকেট দ্বীপের নিকটবর্তী সাগরে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। একই এলাকায় একটি নৌকা ও একটি ইয়ট উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পর উদ্ধার কাজ পরিচালনা করে দেশটির নৌবাহিনী। শুক্রবার ফুকেটের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর গাল্ফ টুডের।
ফনিক্স নামের ওই বোটে ৯৩ জন চীনা পর্যটকসহ সর্বমোট ১০৫ জন যাত্রী, ১২জন থাই ক্রু এবং গাইড ছিলেন। এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
উদ্ধার অভিযান চলছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ গুরুতর এবং কেউ হালকা আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশটির চীনা দূতাবাস এ ঘটনার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে এবং ঘটনাস্থলে চীনা প্রতিনিধি দল পরিদর্শন করেছে।
এছাড়া একই এলাকায় দি সেরেন্টা নামের একটি ইয়ট ৩৫ জন যাত্রী নিয়ে উল্টে যায়। তাতে ৫ জন ক্রু এবং একজন গাইড ছিলেন। ইয়টের বেশিরভাগ লোককে উদ্ধার করা হয়।
থাইল্যান্ডে এখন চলছে বর্ষাকাল, যা মে মাস থেকে শুরু হয়ে অক্টোবর পর্যন্ত থাকে। এসময় উপকূলে হঠাৎ দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এতে সাগরে থাকা বোটগুলো মাঝেমধ্যে বিপদে পড়ে।
আকাশ নিউজ ডেস্ক 

























