আকাশ স্পোর্টস ডেস্ক:
ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত জমজমাট লড়াই হলো। পুরো ম্যাচ জুড়েই উভয় দলই একের পর এক আক্রমণে গিয়েছে। কিন্তু শেষ হাসি হেসেছে বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল বেলজিয়াম। আর চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিলো নেইমার-কুতিনহো-জেসুসদের দল ব্রাজিল। আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় রাত বারোটায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্সে মাঠে নামবে বেলজিয়াম।
বিশ্বকাপে এবার দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠল বেলজিয়াম। এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপে তারা সেমিফাইনালে খেলেছিল। কিন্তু সেমিফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল। অন্যদিকে, বিশ্বকাপে ব্রাজিল এবার টানা চতুর্থবারের মতো ইউরোপের কোনো দলের কাছে হেরে বিদায় নিলো। ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে ও ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর ২০১৪ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। আর এবার ইউরোপের আরেকটি দল বেলজিয়ামের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের।
আকাশ নিউজ ডেস্ক 

























