আকাশ স্পোর্টস ডেস্ক:
সিরিজের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন লজ্জার রেকর্ড গড়ল টাইগাররা। সাকিব আল হাসানরা এদিন টস হেরে ব্যাট করতে নেমে অলআউট হলো মাত্র ৪৩ রান করে। এই রান করতে ১৮.৪ ওভার ব্যাট করেছে বাংলাদেশ।
দলের পক্ষে একজন মাত্র ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। সর্বোচ্চ ২৫ রান করেন লিটন দাস। দ্বিতীয় সর্বোচ্চ ছয় রান করে অপরাজিত থাকেন রুবেল হোসেন। শূন্য রানে আউট হয়েছেন চারজন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে পাঁচ ওভার বল করে আট রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেছেন কেমার রোচ। চার ওভারে ১১ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন মিগুয়েল কামিন্স। ৪.৪ ওভার বল করে দশ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছেন জ্যাসন হোল্ডার।
৪৩ রানে অলআউট হওয়ার কারণে বেশ কয়েকটি লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের এটি সর্বনিম্ন ইনিংস। এর আগে টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংসটি ছিল ৬২ রানের। ২০০৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করেছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন রান হলো ২৬। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল কিউইরা।
৪৩ রানে অলআউট হয়ে বাংলাদেশের যতো লজ্জার রেকর্ড:
১. টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংস এটি। এর আগে ২০০৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আজকের আগে সেটিই ছিল টেস্টে বাংলাদেশের এক ইনংসে সর্বনিম্ন রান।
২. যেকোনো ফরম্যাটে বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংস এটি। ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন রান ৫৮। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ২০১৪ সালে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন রান ৭০।
৩. টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংসটি হলো ২৬ রানের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। বিশ্বের মধ্যে টেস্টে সর্বনিম্ন রানের দিক থেকে বাংলাদেশের এই ইনিংসটি রয়েছে ১১তম অবস্থানে। একবিংশ শতাব্দিতে বাংলাদেশের আগে কোনো দল এত কম রানে অলআউট হয়নি।
৪. বাংলাদেশের আগে সর্বশেষ ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত।
৫. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি যেকোনো দলের সর্বনিম্ন ইনিংস। এর আগে ১৯৯৪ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ড অলআউট হয়েছিল ৪৬ রানে।
আকাশ নিউজ ডেস্ক 

























