ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব : মির্জা আব্বাস ইমান এনে কোনো লাভ নেই, এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে: মির্জা ফখরুল বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রমাণ মিলেছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের আরো প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী হতে সাহায্যে করেছে রাশিয়া। এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের তিনটি গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর পরই রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠলে তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন।

ক্ষমতাসীন রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট কমিটি বলছে, মস্কো নির্বাচনে হস্তক্ষেপ করেছে- এই অভিযোগে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল একে অপরকে পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে একটি দ্বিপাক্ষিক তদন্ত পরিচালনা করেন তারা।

ডেমোক্র্যাট পার্টির নেতা ও সিনেট গোয়েন্দা কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেন, ‘ট্রাম্প প্রশাসনের অনেক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তা সর্বসম্মতিক্রমে পুনরায় নিশ্চিত করেছেন ইন্টিলিজেন্স কমিউনিটি আসেসমেন্টের পাওয়া তথ্য নির্ভুল ও সন্তুোষজনক।’

ওয়ার্নার বলেন, ‘রাশিয়ার চেষ্টা ব্যাপক ও বাস্তবধর্মী ছিল। তাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে জনগণের বিশ্বাসে ফাটল ধরানো, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে আঘাত করা ও ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করা।’

কংগ্রেসনাল তদন্ত ছাড়াও, মার্কিন বিশেষ পরামর্শক ও সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সদস্যদের সঙ্গে মস্কো কর্মকর্তাদের সমন্বয় ছিল কিনা তা তদন্ত করছেন।

জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় থেকে ২০১৭ সালের জানুয়ারি মাসে প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন বা সিনেটে কমিটির প্রতিবেদনে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে রুশ সহযোগীদের মিলে কাজ করার প্রমাণ পাওয়া যায়নি।

কর্মকর্তারা বলছেন, তবে সিনেট কমিটি এখনো সম্ভাব্য যোগসূত্র পাওয়ার বিষয়ে তদন্ত করছেন। তারা প্রমাণ সংগ্রহ করছেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছেন।

মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র হোগান জিডলে সিনেটের প্রতিবেদন সম্পর্কে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে একেবারে পরিষ্কার। তিনি একাধিক বার বলেছেন, রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে থাকতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রমাণ মিলেছে

আপডেট সময় ০৫:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের আরো প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী হতে সাহায্যে করেছে রাশিয়া। এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের তিনটি গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর পরই রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠলে তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন।

ক্ষমতাসীন রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট কমিটি বলছে, মস্কো নির্বাচনে হস্তক্ষেপ করেছে- এই অভিযোগে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল একে অপরকে পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে একটি দ্বিপাক্ষিক তদন্ত পরিচালনা করেন তারা।

ডেমোক্র্যাট পার্টির নেতা ও সিনেট গোয়েন্দা কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেন, ‘ট্রাম্প প্রশাসনের অনেক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তা সর্বসম্মতিক্রমে পুনরায় নিশ্চিত করেছেন ইন্টিলিজেন্স কমিউনিটি আসেসমেন্টের পাওয়া তথ্য নির্ভুল ও সন্তুোষজনক।’

ওয়ার্নার বলেন, ‘রাশিয়ার চেষ্টা ব্যাপক ও বাস্তবধর্মী ছিল। তাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে জনগণের বিশ্বাসে ফাটল ধরানো, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে আঘাত করা ও ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করা।’

কংগ্রেসনাল তদন্ত ছাড়াও, মার্কিন বিশেষ পরামর্শক ও সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সদস্যদের সঙ্গে মস্কো কর্মকর্তাদের সমন্বয় ছিল কিনা তা তদন্ত করছেন।

জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় থেকে ২০১৭ সালের জানুয়ারি মাসে প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন বা সিনেটে কমিটির প্রতিবেদনে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে রুশ সহযোগীদের মিলে কাজ করার প্রমাণ পাওয়া যায়নি।

কর্মকর্তারা বলছেন, তবে সিনেট কমিটি এখনো সম্ভাব্য যোগসূত্র পাওয়ার বিষয়ে তদন্ত করছেন। তারা প্রমাণ সংগ্রহ করছেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছেন।

মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র হোগান জিডলে সিনেটের প্রতিবেদন সম্পর্কে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে একেবারে পরিষ্কার। তিনি একাধিক বার বলেছেন, রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে থাকতে পারে।’