অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
থাইল্যান্ডের চিয়াং রাই অঞ্চলে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অন্তত ছয় মাস সময় লাগবে। প্রবল বৃষ্টির মধ্যে নয়দিন ধরে তারা গুহায় নিখোঁজ ছিল। দীর্ঘ চেষ্টার পর দেশটির সেনাবাহিনীর একটি দল তাদের সন্ধান পায়।
তবে বন্যার পানি না কমা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। ওই কিশোরদের যদি সাঁতার শেখানো যায়, তাহলে তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব। সোমবার (০২জুলাই) আটকে পড়া শিশুদের জীবিত বলে সন্ধান পাওয়া যায়। উদ্ধারকর্মীরা এখন পানি বাড়িয়ে তাদের খাবার সরবরাহের চেষ্টা করছেন।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং রাই এলাকায় নিয়মিত বন্যা হয়। এর আগে যদি শিশুদের বের হয়ে আসতে হয় তাহলে তাদের সাঁতার শিখতে হবে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অনভিজ্ঞ সাঁতারুদের কর্দমাক্ত ও অন্ধকারে সাঁতরে বের হয়ে আসাটা বিপজ্জনক হতে পারে।
সেনাবাহিনী জানিয়েছে, পানি কমানোর উদ্যোগ সফল হয়নি। ফলে যদি শিশুরা বন্যা কমে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে তাহলে সেখানে তাদের কয়েক মাস থাকতে হবে। সেখানে নিয়মিত খাবার ও অন্যান্য সরঞ্জাম পাঠাতে হবে।
উল্লেখ্য, ২৩ জুন স্থানীয় সময় বিকালে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ উত্তরের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ নামের একটি গুহায় প্রবেশ করেন। কিন্তু হঠাৎ করে প্রবল বৃষ্টিতে গুহার প্রধান প্রবেশপথ রুদ্ধ হলে তারা সেখানে নিখোঁজ হয়ে পড়ে। এরপর থেকেই তাদের সন্ধানে উদ্ধারকাজ চলছিল।
আকাশ নিউজ ডেস্ক 




















