অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মেক্সিকোর জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলকে হারিয়ে প্রেসিডেন্ট পদে জয় লাভ করেছেন বামপন্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদো। ৬৪ বছর বয়সী লোপেজ ওব্রাদো মেক্সিকোর কয়েক দশকের মধ্যে নির্বাচিত হওয়া প্রথম বামপন্থী প্রেসিডেন্ট।
সোমবার মেক্সিকোর জাতীয় নির্বাচন ইনস্টিটিউট প্রেসিডেন্ট নির্বাচনের এই ফল ঘোষণা করে। ৫৩ থেকে ৫৯ শতাংশের মাঝামাঝি অবস্থানে ভোট পেয়ে জয়লাভ করেন তিনি।
এই নির্বাচনে জয় লাভের মধ্য দিয়ে তিনি প্রায় একশ বছর ধরে মেক্সিকোর ক্ষমতায় থাকা প্রধান দুইটি দল ইনস্টিটিউশনাল রেভ্যুলেশনারি পার্টি ও ন্যাশনাল অ্যাকশান পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছেন।
এর আগে নির্বাচনী প্রচারণায় দুর্নীতি দূর করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া রাজনীতি ও ব্যবসায়িক অভিজাতদের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অর্থের অপব্যবহার কমিয়ে মজুরি এবং পেনশন বাড়ানোরও আশ্বাস দিয়েছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















