অাকাশ জাতীয় ডেস্ক:
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
সোমবার সকাল ১১টার দিকে বালুখালীতে পৌঁছার পর ক্যাম্পের ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন। এরপর তারা কুতুপালং মেইন রোহিঙ্গা ক্যাম্প এবং নারীদের আলাদা জায়গা পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে কুতুপালং এক্সটেনশন ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছান জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান। সেখানে নেমে হোটেল সাইমন বিচ রিসোর্টে যান তারা। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
কক্সবাজার জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর একটা ৪০ মিনিট পর্যন্ত ট্রানজিট ক্যাম্পের এক্সটেনশন-৪, নিবন্ধিত সি-ব্লক ও ডি-৫ ব্লকের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন। এসময় ইউএনএফপিএ-এর নারী কেন্দ্রে ১০-১৫ জন নির্যাতিত রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলবেন। এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর পাঁচটি প্রাইমারি স্বাস্থ্য সেবাকেন্দ্র পরিদর্শন করবেন। পরে ডি-৫ ব্লকে নির্যাতিত ৫০ জন রোহিঙ্গা নারী ও ১০০ জন রোহিঙ্গা পুরুষের সঙ্গে আলাপ করবেন।
বিকাল তিনটার দিকে কক্সবাজার ফিরে আসার পর আন্তর্জাতিক দাতা সংস্থা ও এনজিও কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করবেন। এরপর বিকাল সাড়ে পাঁচটা দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দুই দিনের সফরে গত শনিবার ঢাকায় আসেন আন্তোনিও গুতেরেস ও জিম ইয়ং কিম।
রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রোহিঙ্গা সঙ্কটের সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর কথা বলেন জাতিসংঘ প্রধান।
অন্যদিকে রোহিঙ্গা সঙ্কটে ভূমিকা রাখার জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, এই সঙ্কট উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও অনেক কাজ বাকি, আর সেজন্যই তিনি ও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















