অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ঘরের মধ্যে পানি ধরে রাখতে অনেকেই ড্রাম ব্যবহার করেন। কিন্তু একটু অসচেতনতার কারণে এই ড্রামের কারণে হতে পারে ভয়াবহ বিপদ।
শুক্রবার ভারতের গার্ডেনরিচ পাহারপুরে ড্রামের পানিতে ঘটেছে ভয়াবহ ঘটনা। ওই এলাকার এক বাসিন্দার ছোট শিশুর মৃত্যু হয়েছে ড্রামের পানিতে ডুবে।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বাড়ির গৃহিণী ঘুমাচ্ছিলেন। এ সময় চার বছরের শিশুটি একা একা খেলার ফাঁকে ড্রামের মধ্যে পড়ে যায়। ড্রামের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। পরে মা ঘুম থেকে উঠে তাকে খুঁজতে গিয়ে ড্রামের মধ্যে মৃতদেহ দেখতে পায়।
আকাশ নিউজ ডেস্ক 






















