আকাশ স্পোর্টস ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার চার উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশ জয় পেয়েছিল চার উইকেটে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই।
সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারীদের এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তার অল্প কিছুদিনের মধ্যে বিদেশের মাটিতে আরেকটি শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা।
আজ ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন কেকেলিয়া জয়েস। বাংলাদেশের পক্ষে জাহানারা আলম চার ওভার বল করে ১৫ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। এছাড়া নাহিদা আক্তার ২টি, রুমানা আহমেদ ১টি ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট শিকার করেন।
পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে ওপেনার শামিমা সুলতানা হাফ সেঞ্চুরি করেন। ৫১ রান করে আউট হন তিনি। ৩৬ রান করে আউট হন ফারজানা হক। আয়ারল্যান্ডের পক্ষে ইসোবেল জয়েস ১টি, এইমিয়ার রিচার্ডসন ১টি, সিয়ারা মেটক্যাফে ২টি ও লরা ডেলানি ২টি করে উইকেট শিকার করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























