অাকাশ স্পোর্টস ডেস্ক:
গলে পর কলম্বো। দুই টেস্টেই ভারতের কাছে নাস্তানাবুদ হয় শ্রীলঙ্কা। ভেন্যু বদলালেও দৃশ্যপটে কোনো পরিবর্তন আসেনি। পাল্লেকেলে টেস্টেও লঙ্কানদের নিয়ে ছেলেখেলা করল টিম ইন্ডিয়া। সোমবার টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ভারতের কাছে ইনিংস এবং ১৭১ রানের বিশাল ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা।
ভারতের এই জয়ের ফলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা সঙ্গী হলো শ্রীলঙ্কার। এর আগে কলম্বো টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছিল লঙ্কানরা।
পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪৮৭ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে শ্রীলঙ্কা। ৩৫২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮১ রানে গুটিয়ে ইনিংস পরাজয় এবং হোয়াইটওয়াশের লজ্জাকে সঙ্গী করে মাঠ ছাড়ে লঙ্কানরা।
সোমবার টেস্টের তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে দিনের এক ঘণ্টা না পেরোতেই আরো তিন উইকেট হারিয়ে নিজেদের পরাজয় ডেকে আনে লঙ্কানরা।
৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে মোহাম্মদ শামি, রনিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদবের সাঁড়াশি আক্রমণে বেশিক্ষণ টিকতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ২০০ রানের আগেই গুটিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে চান্দিমাল ৩৬, ম্যাথুজ ৩৫ এবং নিরোশান দিকভেলা করেন ৪১ রান। দিমুথ করুনারত্নে (১৬), উপুল থারাঙ্গা (৭), মিলিন্দা পুষ্পকুমারা (১), কুশল মেন্ডিস (১২) এবং কুশল পেরেরাদের (৮) নিদারুণ ব্যর্থতার মূল্য দিতে হয় শ্রীলঙ্কাকে।
ভারতের হয়ে অশ্বিন চারটি এবং শামি নেন তিনটি উইকেট। এছাড়া উমেশ দুটি ও কুলদীপ নেন একটি উইকেট।
আকাশ নিউজ ডেস্ক 























