অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সমর্থিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডসমূহে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
তবে বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডের মধ্যে ২০ নম্বর ও ২৩ নম্বর সাধারণ ওয়ার্ডে কোনো প্রার্থীকে সমর্থন দেয়া হয়নি। তালিকায় এ দুটি ওয়ার্ড উন্মুক্ত উল্লেখ করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, দলীয় প্রতীক না পেলেও এই প্রথমবারের মতো দলীয় সমর্থনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রের পাশাপাশি কাউন্সিলররা নির্বাচন করতে যাচ্ছেন। এ লক্ষ্যে ইতিপূর্বে দলীয় প্রার্থী হতে সাধারণ কাউন্সিলর পদে ৬৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করে তা পূরণ করে জমা দেন।
এদিকে শুরুতে মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে সিটি নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ থেকে বিরত রাখার কথা জানালেও। ঘোষিত তালিকায় ওই পদমর্যাদার বেশ কয়েকজন দলীয় সমর্থন পেয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























