অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতীয় সেনাবাহাবাহিনীর এক মেজরের স্ত্রীকে হত্যার দায়ে আরেক মেজরকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, শনিবার সকালে হাসপাতালে ফিজিওথেরাপির জন্য দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি বেস থেকে বেরিয়েছিলেন শালিজা দ্বিবেদী নামের ওই নারী।
শালিজার স্বামীর সরকারি গাড়ি তাঁকে হাসপাতালের গেটে নামিয়ে দিয়ে ফিরে যায়। কিন্তু পরে তাকে বাসায় আনার জন্য গেলে শালিজা হাসপাতালে জাননি বলে জানানো হয়।
এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই শালিজার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। তবে হাসপাতালের বাইরে শালিজা অন্য একটি গাড়িতে উঠেছিল বলে তথ্য পেয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার উত্তরপ্রদেশের মীরাট থেকে মেজর পদমর্যাদার এক অফিসারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তথ্য মতে, শালিজার মৃত্যুকে দুর্ঘটনার রূপ দিতে তাকে গলা কেটে খুন করার পর শরীরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















