অাকাশ জাতীয় ডেস্ক:
বাঁধ ভাঙার বিষয়ে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সবাইকে সচেতন থাকতে হবে। যাতে ইঁদুর বা কেউ বাঁধ কেটে দিতে না পারে। আজ সোমবার নীলফামারীর সৈয়দপুরের বন্যাকবলিত এলাকা ও ভেঙে যাওয়া শহর রক্ষা বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনো সংকট হবে না। আপনারাও দুর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রধানমন্ত্রীর আবেদন, প্রয়োজনে বন্যার্তদের মানবিক সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, কয়েকদিনের বর্ষণে সৈয়দপুরের জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় মন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভেঙে যাওয়া বাঁধ দ্রুত পুনঃনির্মাণের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিরোধী দলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ রহীম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















