ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের বিশ্বকাপে মেক্সিকোর শুরুটা হয়েছে চমক জাগানিয়া। হট ফেভারিট জার্মানিকে হারিয়ে স্বপ্নাভিযান শুরু করে দলটি। সেই ধারা বজায় রাখলেন মেক্সিকানরা। দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছেন তারা।

এ জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলো ১৬বারের মতো বিশ্বকাপের আসরে খেলতে আসা মেক্সিকো। আর ছিটকে গেল দক্ষিণ কোরিয়া। নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ১-০ হেরেছিলেন কোরিয়ানরা।

রোস্তভ অন ডনে শুরুতেই কোরিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে মেক্সিকো। সূচনালগ্ন থেকেই একের পর এক আক্রমণ দাগান মেক্সিকানরা। যদিও ফল পেতে একটু বিলম্ব হয়। ২৬ মিনিটে সফল স্পট কিকে কোরিয়ার জালে বল জড়ান কার্লস ভেলা।

আক্রমণ দাগানো লোজানোর শট ডি বক্সে হাত দিয়ে ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার জ্যাং হিউন সু। এতে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআর নেয়ার দরকারই মনে করেননি তিনি। তা থেকে ঠাণ্ডা মাথায় ঠিকানায় পাঠান ভেলা।

এগিয়ে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে মেক্সিকো। মুহুর্মুহু আক্রমণে দক্ষিণ কোরিয়াকে ব্যতিব্যস্ত রাখে দলটি। তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা। বিরতি থেকে ফিরেও আক্রমণের গতি সচল রাখে মেক্সিকো। এবার আর রক্ষা পায়নি কোরিয়া। ৬৬ তাদের জালে বল জড়ান ছিছারিতো।

২-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া আক্রমণ চালায় দক্ষিণ কোরিয়া। ঘন ঘন অ্যাটাকে মেক্সিকোকে রক্ষণ সামলাতে ব্যস্ত রাখেন তারা। তবে গোলমুখ খুলছিল না। আর যখন গোল পেল, ততক্ষণে সলিল সমাধি হয়ে গেছে এশিয়ার দেশটির। শেষ বাঁশি বাজার আগে নিশানাভেদ করেন সন হিউং-মিন। শেষ পর্যন্ত এ সুপারস্টারের গোলটি সান্ত্বনা হয়ে থাকে কোরিয়া সমর্থকদের জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

দক্ষিণ কোরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

আপডেট সময় ১০:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের বিশ্বকাপে মেক্সিকোর শুরুটা হয়েছে চমক জাগানিয়া। হট ফেভারিট জার্মানিকে হারিয়ে স্বপ্নাভিযান শুরু করে দলটি। সেই ধারা বজায় রাখলেন মেক্সিকানরা। দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছেন তারা।

এ জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলো ১৬বারের মতো বিশ্বকাপের আসরে খেলতে আসা মেক্সিকো। আর ছিটকে গেল দক্ষিণ কোরিয়া। নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ১-০ হেরেছিলেন কোরিয়ানরা।

রোস্তভ অন ডনে শুরুতেই কোরিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে মেক্সিকো। সূচনালগ্ন থেকেই একের পর এক আক্রমণ দাগান মেক্সিকানরা। যদিও ফল পেতে একটু বিলম্ব হয়। ২৬ মিনিটে সফল স্পট কিকে কোরিয়ার জালে বল জড়ান কার্লস ভেলা।

আক্রমণ দাগানো লোজানোর শট ডি বক্সে হাত দিয়ে ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার জ্যাং হিউন সু। এতে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআর নেয়ার দরকারই মনে করেননি তিনি। তা থেকে ঠাণ্ডা মাথায় ঠিকানায় পাঠান ভেলা।

এগিয়ে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে মেক্সিকো। মুহুর্মুহু আক্রমণে দক্ষিণ কোরিয়াকে ব্যতিব্যস্ত রাখে দলটি। তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা। বিরতি থেকে ফিরেও আক্রমণের গতি সচল রাখে মেক্সিকো। এবার আর রক্ষা পায়নি কোরিয়া। ৬৬ তাদের জালে বল জড়ান ছিছারিতো।

২-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া আক্রমণ চালায় দক্ষিণ কোরিয়া। ঘন ঘন অ্যাটাকে মেক্সিকোকে রক্ষণ সামলাতে ব্যস্ত রাখেন তারা। তবে গোলমুখ খুলছিল না। আর যখন গোল পেল, ততক্ষণে সলিল সমাধি হয়ে গেছে এশিয়ার দেশটির। শেষ বাঁশি বাজার আগে নিশানাভেদ করেন সন হিউং-মিন। শেষ পর্যন্ত এ সুপারস্টারের গোলটি সান্ত্বনা হয়ে থাকে কোরিয়া সমর্থকদের জন্য।