অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এছাড়াও দু’টি গরু ও একটি ছাগল মারা গেছে বলে জানা গেছে।
নিহত লাল্টু মিয়া (৩৫) মণ্ডলপাড়া এলাকার হাফেজ আলীর ছেলে । আহতরা হলেন, তারাজুল (৫০), রাহেলা (৪০) ও সেভেনা (১৮)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর মণ্ডপাড়ার বিলপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিনভর প্রচণ্ড গরম শেষে রাতে যে যার মতো বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ বিকট শব্দ হয়। এরপরপরই ওই এলাকার মাটিতে বিদ্যুত ছড়িয়ে পড়ে। দ্রুত কেউ কেউ আবাসিক মেইন সুইচ অফ করতে ছুটে যায়। মেইন সুইচে হাত দিতেই অনেকে বিদ্যুতের ধাক্কা অনুভব করেন। কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা জানতে পারেন, পাশ্ববর্তী বিদ্যুতের ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হওয়ায় বিদ্যুতের মূল সংযোগ তারটি ছিড়ে মাটি স্পর্শ করেছে।
তাদেরকে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষণা করেন।
তারাজুল ও রাহেলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেভেনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছেন।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























