ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

বদরগঞ্জে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এছাড়াও দু’টি গরু ও একটি ছাগল মারা গেছে বলে জানা গেছে।

নিহত লাল্টু মিয়া (৩৫) মণ্ডলপাড়া এলাকার হাফেজ আলীর ছেলে । আহতরা হলেন, তারাজুল (৫০), রাহেলা (৪০) ও সেভেনা (১৮)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর মণ্ডপাড়ার বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিনভর প্রচণ্ড গরম শেষে রাতে যে যার মতো বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ বিকট শব্দ হয়। এরপরপরই ওই এলাকার মাটিতে বিদ্যুত ছড়িয়ে পড়ে। দ্রুত কেউ কেউ আবাসিক মেইন সুইচ অফ করতে ছুটে যায়। মেইন সুইচে হাত দিতেই অনেকে বিদ্যুতের ধাক্কা অনুভব করেন। কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা জানতে পারেন, পাশ্ববর্তী বিদ্যুতের ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হওয়ায় বিদ্যুতের মূল সংযোগ তারটি ছিড়ে মাটি স্পর্শ করেছে।

তাদেরকে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষণা করেন।

তারাজুল ও রাহেলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেভেনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছেন।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

বদরগঞ্জে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১

আপডেট সময় ১০:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এছাড়াও দু’টি গরু ও একটি ছাগল মারা গেছে বলে জানা গেছে।

নিহত লাল্টু মিয়া (৩৫) মণ্ডলপাড়া এলাকার হাফেজ আলীর ছেলে । আহতরা হলেন, তারাজুল (৫০), রাহেলা (৪০) ও সেভেনা (১৮)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর মণ্ডপাড়ার বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিনভর প্রচণ্ড গরম শেষে রাতে যে যার মতো বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ বিকট শব্দ হয়। এরপরপরই ওই এলাকার মাটিতে বিদ্যুত ছড়িয়ে পড়ে। দ্রুত কেউ কেউ আবাসিক মেইন সুইচ অফ করতে ছুটে যায়। মেইন সুইচে হাত দিতেই অনেকে বিদ্যুতের ধাক্কা অনুভব করেন। কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা জানতে পারেন, পাশ্ববর্তী বিদ্যুতের ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হওয়ায় বিদ্যুতের মূল সংযোগ তারটি ছিড়ে মাটি স্পর্শ করেছে।

তাদেরকে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষণা করেন।

তারাজুল ও রাহেলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেভেনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছেন।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।