অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় পানির ট্যাংকির চাপায় দোলন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দোলন আমানতগঞ্জ এলাকার সোনালী আইসক্রিম ফ্যাক্টরির মোড়সংলগ্ন এলাকার বাসিন্দা দেলোয়ারের মেয়ে।
মৃতের স্বজনদের বরাত দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী স্বপন চক্রবর্তী জানান, রোববার দুপুর ১টার দিকে দোলন গোসল করছিল। এ সময় পানির ট্যাংকির দেয়ালসহ ধসে পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।
স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 























