অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কারখানা নদীতে খেয়া পারাপারের ট্রলার ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়ন সংলগ্ন ডিসি রোড পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বাকেরগঞ্জ থানার ওসি মো.মাসুদুজ্জামান বলেন, খেয়া পারাপারের ট্রলারটি নদীর ঘাটের পন্টুনে বাঁধা ছিলো। নদীর অপর প্রান্তে কবাই ইউনিয়নে যাওয়ার জন্য ৩০ থেকে ৩৫ জন যাত্রী ট্রলারটিতে উঠে।
তিনি বলেন, এ সময় নদীর পাড়ের মাটির একটি বড় অংশ ভেঙ্গে ট্রলারটির উপর পড়লে ট্রলারটি ডুবে যায়। নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 























