অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা থেকে লঞ্চযোগে বাড়ি ফেরার পথে লঞ্চ থেকে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন মো. মাসুম বিল্লাহ নামে এক পুলিশ কর্মকর্তা। মো. মাসুম বিল্লাহ ঢাকার সূত্রাপুর থানায় পুলিশের এএসআই হিসেবে কর্মরত আছেন।
ওই পুলিশ কর্মকর্তার পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে ঢাকা-লালমোহনগামী এমভি গাজী সালাউদ্দিন লঞ্চযোগে ঢাকা থেকে বাউফলের ধূলিয়া ইউনিয়নের পাদকাঠি গ্রামে তার নিজ বাড়িতে ফিরছিলেন।
লঞ্চের একাধিক যাত্রী জানিয়েছে, লঞ্চের পাশ দিয়ে হাঁটার সময় পা পিছলে নদীতে পড়ে যান তিনি। এদিকে মাসুম বিল্লাহর নিখোঁজের সংবাদে তার বাড়িতে চলছে শোকের মাতম।
এ বিষয়ে বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত মো. মাসুম বিল্লাহর কোনো হদিস পাওয়া যায়নি। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তার সন্ধানে নদীতে স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























