অাকাশ জাতীয় ডেস্ক:
এক সপ্তাহের মাথায় বিকল হয়ে পড়েছে লালমনিরহাট থেকে ঢাকাগামী একমাত্র লালমনি এক্সপ্রেস ট্রেনটি। অতিরিক্ত যাত্রীর চাপে যাত্রা শুরুর সাত দিনেই নতুনভাবে মেরামতকৃত ১৪টি সাদা ইরানি কোচ বিকল হয়ে বুধবার বিকালে যাত্রা বন্ধ করে লালমনিরহাট রেলওয়ে যন্ত্র প্রকৌশল বিভাগের গ্যারেজে অবস্থান নিয়েছে। ৬ জুন সকাল ১০টায় ৪০ মিনিটে যাত্রী নিয়ে লালমনিরহাট থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে লালমনি এক্সপ্রেস ট্রেনটি।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের সহকারী যন্ত্র প্রকৌশলী রবিউল ইসলাম জানান, লালমনি এক্সপ্রেস-এর ১৪টি ইরানি কোচে ৬৭২ যাত্রীর আসন থাকলেও ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে এতে তিনগুণ যাত্রী ওঠে। এভাবে যাত্রীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যায়। ঈদে এই অতিরিক্ত যাত্রীর চাপে লালমনি এক্সপ্রেস-এর সাদা ইরানি কোচের এলাম চেইন পাইপ ও কয়েল স্প্রিং ক্যাম্বর বিকল হয়ে যায়। এ কারণে ট্রেন চলাচলের সময় ফ্লোরের নিচের ফ্রেমে স্প্রিং লেগে বিকট শব্দ হয়- যা যাত্রীদের জন্য আতঙ্ক সৃষ্টি করে। তাই ট্রেনটির যাত্রা বন্ধ রয়েছে। তবে বিকল্প হিসেবে পুরাতন কোচ জোড়াতালি দিয়ে লালমনি এক্সপ্রেস আবারো যাত্রা শুরু করেছে বলেও তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 























