ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিংবদন্তি ক্রিকেটার হ্যাডলি ক্যানসার আক্রান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যান্সারে আক্রান্ত ক্রিকেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় অলরাউন্ডার স্যার রিচার্ড হ্যাডলি। নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটারের অন্ত্রে ক্যানসার ধরা পড়েছে।

হ্যাডলির অসুস্থতার খবর জানিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। হ্যাডলির অন্ত্রে একটি টিউমার ধরা পড়ার পরেই হ্যাডলির ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন চিকিৎসকরা।

নিউজিল্যান্ট ক্রিকেট বোর্ড হ্যাডলির স্ত্রীকে উদ্ধৃত দিয়ে জানায়, হ্যাডলির বর্তমান বয়স ৬৬ বছর। তার অন্ত্র থেকে টিউমারটি অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি কেমোথেরাপিও চলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত মাসে নিয়মমাফিক চেকআপ করিয়েছেন হ্যাডলি। আর তখনই তার অন্ত্রে ক্যানসারটি ধরা পড়ে। ইতিমধ্যে তার টিউমারটি সরাতে অস্ত্রোপচার করা হয়েছে এবং সেটি সফলও হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে হ্যাডলিকে সুস্থ করে তুলতে ইতিমধ্যে কেমোথেরাপি শুরু হয়েছে। আগামী কয়েক মাস কেমো দেওয়া হবে। আশা করা হচ্ছে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন হ্যাডলি।

নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটারের কেরিয়ারে ৮৬ টেস্টে ৪৩১টি উইকেট শিকারের পাশাপাশি ৩হাজার ১২৪ রান করেন। অবসরের সময় হ্যাডলিই ছিলেন টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি। পরে অবশ্য তার সেই রেকর্ড ভেঙে দেন ভারতের কপিল দেব। ১৯৯০ সালে ইংল্যান্ডের শেষ সফরে তাকে ‘নাইট’ উপাধি দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি ক্রিকেটার হ্যাডলি ক্যানসার আক্রান্ত

আপডেট সময় ০৮:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যান্সারে আক্রান্ত ক্রিকেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় অলরাউন্ডার স্যার রিচার্ড হ্যাডলি। নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটারের অন্ত্রে ক্যানসার ধরা পড়েছে।

হ্যাডলির অসুস্থতার খবর জানিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। হ্যাডলির অন্ত্রে একটি টিউমার ধরা পড়ার পরেই হ্যাডলির ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন চিকিৎসকরা।

নিউজিল্যান্ট ক্রিকেট বোর্ড হ্যাডলির স্ত্রীকে উদ্ধৃত দিয়ে জানায়, হ্যাডলির বর্তমান বয়স ৬৬ বছর। তার অন্ত্র থেকে টিউমারটি অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি কেমোথেরাপিও চলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত মাসে নিয়মমাফিক চেকআপ করিয়েছেন হ্যাডলি। আর তখনই তার অন্ত্রে ক্যানসারটি ধরা পড়ে। ইতিমধ্যে তার টিউমারটি সরাতে অস্ত্রোপচার করা হয়েছে এবং সেটি সফলও হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে হ্যাডলিকে সুস্থ করে তুলতে ইতিমধ্যে কেমোথেরাপি শুরু হয়েছে। আগামী কয়েক মাস কেমো দেওয়া হবে। আশা করা হচ্ছে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন হ্যাডলি।

নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটারের কেরিয়ারে ৮৬ টেস্টে ৪৩১টি উইকেট শিকারের পাশাপাশি ৩হাজার ১২৪ রান করেন। অবসরের সময় হ্যাডলিই ছিলেন টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি। পরে অবশ্য তার সেই রেকর্ড ভেঙে দেন ভারতের কপিল দেব। ১৯৯০ সালে ইংল্যান্ডের শেষ সফরে তাকে ‘নাইট’ উপাধি দেওয়া হয়।