আকাশ স্পোর্টস ডেস্ক:
টানটান উত্তেজনাকর ম্যাচে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। স্কটিশদের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একটি জয়। স্কটল্যান্ড সফরে একমাত্র ওয়ানডে ম্যাচ খেলতে গিয়ে হারের লজ্জায় পড়েছে ইয়ন মার্গানের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল।
এডিনবার্গে টস হেরে আগে ব্যাট করেতে নামে স্কটল্যান্ড। উদ্বোধনীতে অসাধারণ খেলেন ম্যাথু ক্রস ও অধিনায়ক কাইল কোয়েটজার। ১০৩ রানে জুটি গড়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তারা। ৪৯ বলে ৫৮ রান করে ফেরেন স্কটল্যান্ডের অধিনায়ক। অন্য ওপেনার ক্রম ফেরেস ৩৯ বলে ৪৮ রান করেন।
তিনে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলে দেন ক্যালাম ম্যাক্লাউড। তার ৯৪ বলে ১৬ চার ও ৩ ছক্কায় গড়া ১৪০ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৫ উইকেটে ৩৭১ রান সংগ্রহ করে আইসিসিসির সহযোগী সদস্য দলটি। এছাড়া জর্জ মানসে ৫১ বলে ৫৫ রান করেন। রিচিব্রিংটন করেন ৩৯ রান।
টার্টেগ তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব শুরু করে দেন জনি বেয়ারস্টোর। উদ্বোধনীতে জেসন রয়কে সঙ্গে নিয়ে ১২৯ রানে জুটি গড়েন বেয়ারস্টো। ৩২ বলে ৩৪ রান করে ফেরেনে জেসন।
তিনে ব্যাটিংয়ে নামা অ্যালেক্স হেলসের সঙ্গে ৩৬ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান বেয়ারস্টো। সাজঘরে ফেরার আগে ৫৯ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১০৫ রান করেন বেয়ারস্টো। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ে গেলেও জয় থেকে ছিটকে যায়নি ইংল্যান্ড।
শেষ দিকে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ছিল ৩৬ বলে ৪৪ রান। ৪৫তম ওভারে বিরিংটনকে দুই ছক্কা এবং এক বাউন্ডারি হাঁকিয়ে ১৮ রান আদায় করে নিয়ে ম্যাচটি সহজ করে দেন লিয়াম প্ল্যাঙ্কেট।
শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ২৬ রান। ৪৬তম ওভারে মার্ক ওয়াট মাত্র ২ রানে খরচ করে উইকেটের সেট ব্যাটসম্যান মঈন আলীকে সাজঘরে ফেরান। ৩৩ বলে ৪৬ রান করা মঈন আলী সাজঘলে ফিরলেও ইংল্যান্ডকে পথ দেখাচ্ছিলেন লিয়াম প্ল্যাঙ্কেট।
জয়ের জন্য শেষ ১২ বলে ইংলিশদের প্রয়োজন ১১ রান। আর স্কটল্যান্ডের প্রয়োজন ২ উইকেট। ৪৯তম ওভারের প্রথম বলেই রশিদ খানের উইকেট তুলে নেন স্কটল্যান্ডের পেস বোলার সাফিয়ান শরীফ।
তারপরও ভরসা ছিল ইংল্যান্ডের। কারণ তখনও উইকেটে ছিলেন প্ল্যাঙ্কেট। তিনি উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে থাকা মার্ক উড ওভারের পঞ্চম বলে উইকেট হারালে জয়ের স্বপ্ন ভেস্তে যায় ইংল্যান্ডের। উত্তেজনাকর ম্যাচে ৬ রানে জয় পায় স্কটল্যান্ড।
আকাশ নিউজ ডেস্ক 

























