অাকাশ নিউজ ডেস্ক:
বেশীরভাগ সময়েই আমরা আমাদের শারীরিক সমস্যগুলকে পাশ কাটিয়ে যাই, তবে ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে ৯৯% সময়েই উপসর্গগুলো চোখে দেখা এবং বোঝার মত হয়ে থাকে। ত্বকের উপরিভাবে অনেক বেশী তিল অথবা র্যাশ দেখা দেওয়া শুরু করে। যদিও ব্যতিক্রম ঘটনা আছে, তবে বেশীরভাগ সময়েই ঘটনা একই রকম হয়ে থাকে।
‘এডভান্সড পর্যায়ের মেলানোমা শরীরের বিভিন্ন স্থানা ব্যথা, মাথাব্যথা এবং অনান্য শারীরিক উপসর্গে দেখা দেওয়া শুরু করে। কিন্তু এই পর্যায়ে যাওয়ার আগেই হয়তো আপনার শরীরে অনেক বড় ধরণের কোন ক্ষত অথবা টিউমার দেখা যেতে পারে।‘ -জানান, ইয়ুনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড স্কুল অফ মেডিসিনের ডার্মাটোলোজিস্ট সার্জন এবং অ্যাসিস্টেন্ট প্রফেসর জায়নেব মাখজৌমি।
আকাশ নিউজ ডেস্ক 

























