ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার : উপদেষ্টা আদিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: প্রধান উপদেষ্টা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির আজাদীর বাংলাদেশ গড়তে শাপলা কলিতে ভোট দিন: হাসনাত আবদুল্লাহ প্রচারের প্রথম দিনেই বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ, আহত ২০ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

বিচারকদের বিচারক থাকার যোগ্যতা নাই: খালেদার আইনজীবী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন না দিয়ে ঢাকা, কুমিল্লা ও নড়াইলের বিচারকরা কোর্ট অব কন্ডাক্ট (আচরণবিধি) ভঙ্গ করেছেন। তাদের বিচারক থাকার যোগ্যতা নাই।

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ফোরামের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার কারামুক্তিতে অ্যাটর্নি জেনারেল প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে মন্তব্য করেন খোকন বলেন, একটা লোক জেলে আছে তার জামিন চাওয়ার অধিকার আছে। খালেদা জিয়া সেই জামিনটাই চেয়েছেন।

আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করে খোকন বলেন, আপনি এই সমস্ত বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কুমিল্লার মামলায় বিচারকরা খালেদা জিয়াকে জামিন না দিয়ে প্রফেশনাল মিস কন্ডাক্ট করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, খালেদা জিয়া কারাগারে গত ৫ জুন মাইল্ড স্ট্রোক হওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কাউকে জানানো হয়নি। তাকে কোনো চিকিৎসা করা হয় নাই। এখনও পর্যন্ত হাসপাতালে নেয়া হয়নি। সমস্ত জাতি এই অসুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করছে।

‘খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেননি’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এমন বক্তব্যের বিষয়টি সাংবাদিকরা নজরে আনলে খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল তো ডাক্তার না, তিনি উকিল। এ কথা জানাবে কারা কর্তৃপক্ষ, অ্যাটর্নি জেনারেল কেন?

খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইন কর্মকর্তা তিনি তো সরকারের হয়ে কাজ করছেন। তিনি বেশ কয়েক বছর হলো রাষ্ট্রের নয়, সরকারের হয়ে কাজ করছেন। সরকার খালেদা জিয়াকে নিয়ে কী যড়যন্ত্র করছে সেটি আমাদের কাছে পরিষ্কার নয়।

খালেদা জিয়াকে কারাগারের বাহিরে দেশের স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করার অনুমতি জানান এই আইনজীবী নেতা। তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খালেদা জিয়ার মুক্তির জন্য ও আইনগত অধিকার পাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। খোকন বলেন, আসলে সরকার ভয় পাচ্ছে খালেদা জিয়া মুক্তি পেলে প্রধানমন্ত্রী হবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি এবিএম ওয়ালিউর রহমান, রফিকুল ইসলাম তালুকদার রাজা, ব্যারিস্টার একএম এহসানুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন রূপে তাক লাগালেন জয়া আহসান

বিচারকদের বিচারক থাকার যোগ্যতা নাই: খালেদার আইনজীবী

আপডেট সময় ০৮:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন না দিয়ে ঢাকা, কুমিল্লা ও নড়াইলের বিচারকরা কোর্ট অব কন্ডাক্ট (আচরণবিধি) ভঙ্গ করেছেন। তাদের বিচারক থাকার যোগ্যতা নাই।

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ফোরামের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার কারামুক্তিতে অ্যাটর্নি জেনারেল প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে মন্তব্য করেন খোকন বলেন, একটা লোক জেলে আছে তার জামিন চাওয়ার অধিকার আছে। খালেদা জিয়া সেই জামিনটাই চেয়েছেন।

আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করে খোকন বলেন, আপনি এই সমস্ত বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কুমিল্লার মামলায় বিচারকরা খালেদা জিয়াকে জামিন না দিয়ে প্রফেশনাল মিস কন্ডাক্ট করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, খালেদা জিয়া কারাগারে গত ৫ জুন মাইল্ড স্ট্রোক হওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কাউকে জানানো হয়নি। তাকে কোনো চিকিৎসা করা হয় নাই। এখনও পর্যন্ত হাসপাতালে নেয়া হয়নি। সমস্ত জাতি এই অসুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করছে।

‘খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেননি’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এমন বক্তব্যের বিষয়টি সাংবাদিকরা নজরে আনলে খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল তো ডাক্তার না, তিনি উকিল। এ কথা জানাবে কারা কর্তৃপক্ষ, অ্যাটর্নি জেনারেল কেন?

খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইন কর্মকর্তা তিনি তো সরকারের হয়ে কাজ করছেন। তিনি বেশ কয়েক বছর হলো রাষ্ট্রের নয়, সরকারের হয়ে কাজ করছেন। সরকার খালেদা জিয়াকে নিয়ে কী যড়যন্ত্র করছে সেটি আমাদের কাছে পরিষ্কার নয়।

খালেদা জিয়াকে কারাগারের বাহিরে দেশের স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করার অনুমতি জানান এই আইনজীবী নেতা। তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খালেদা জিয়ার মুক্তির জন্য ও আইনগত অধিকার পাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। খোকন বলেন, আসলে সরকার ভয় পাচ্ছে খালেদা জিয়া মুক্তি পেলে প্রধানমন্ত্রী হবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি এবিএম ওয়ালিউর রহমান, রফিকুল ইসলাম তালুকদার রাজা, ব্যারিস্টার একএম এহসানুর রহমান প্রমুখ।