অাকাশ জাতীয় ডেস্ক:
ঈদের পর নতুন ‘চমক’ নিয়ে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। বৃহস্পতিবার এমন আভাস দিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
দুপুর ২টা ৪৩ মিনিটে তার ফেসবুক ফেরিফায়েড পেজে দেয়া স্ট্যাটাসটিতে সোহেল তাজ দেশের যুবসমাজের জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করে লিখেছেন, ‘বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কী করা যায় এবং বিশেষ করে যুবসমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কিনা। অনেক চিন্তাভাবনা করে একটা সমাধান পেয়েছি- ঈদের পর জানাব!’
সোহেল তাজ আরও লেখেন, ‘অনেকেই কমেন্ট করছেন যে আমার দেশে আসা উচিত- আমি বেশির ভাগ সময়ই দেশে থাকি।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে অব্যাহতি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে আছেন সোহেল তাজ। এরপর থেকেই দেশের বাইরে অবস্থান করে আসছেন তিনি। তবে মাঝেমধ্যে ফেসবুকে স্ট্যাটাস ও ছবি দিয়ে নিজের অবস্থান জানান দেন তিনি।
সর্বশেষ বৃহস্পতিবার দেয়া তার এই স্ট্যাটাসে মুহূর্তেই কয়েক হাজার লাইক ও কমেন্ট পড়েছে। অনেকেই কমেন্টে সোহেল তাজকে রাজনীতিতে ফিরে আসার অনুরোধ করেছেন।
তবে দেশের যুবসমাজের জন্য ঈদের পর কী চমক নিয়ে আসছেন, সেই বিষয় জানাননি প্রয়াত জাতীয় চার নেতার একজন ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান সোহেল তাজ।
আকাশ নিউজ ডেস্ক 



















