আকাশ স্পোর্টস ডেস্ক:
ভারতের উত্তরখন্ডের রাজধানী দেরাদুনকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে ফেলেছে আফগান ক্রিকেট দল। আর সেখানেই রশিদ খানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্মেটে অংশ নিতে মঙ্গলবার সকালে ভারত সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার ভারত সফরে যাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
আইপিএল থেকে বয়ে আনা ইনজুরির কারণে আফগান সিরিজে খেলতে পারবেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার সকাল ১০টায় দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বহন করা জেট এয়ারওয়েজের বিমানটি। দিল্লি থেকে আরেকটি ফ্লাইটে দেরাদুন পৌঁছায় টাইগাররা। সাকিব দু’দিন পর ভারতে গেলেও শুক্রবারের প্রস্তুতি ম্যাচ খেলবেন তিনি।
তবে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাওয়ার কারণে প্রস্তুতি ম্যাচ খেলা হবে না তামিম ইকবালের। এ বাঁ-হাতি ওপেনার বিশ্ব একাদশের হয়ে খেলতে ইংল্যান্ড সফরে আছেন। বৃহস্পতিবার লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন শুক্রবার দেরাদুনে পৌঁছাবেন তামিম।
আগামী ৩ জুন দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। পরের দুই ম্যাচ ৫ ও ৭ জুন। সব ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
আকাশ নিউজ ডেস্ক 

























