আকাশ স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তান সিরিজের আগে দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। পায়ের ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ‘সময় সংবাদে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ম্যাচ ফিট হতে তিন সপ্তাহ সময় লাগবে।
এদিকে, ব্যাক পেইনের ব্যথা নিরাময়ে ইনজেকশন নিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
নিদাহাস ট্রফিতে মুস্তাফিজের দুর্বোধ্য কাটার বোলিং স্বরূপে ফেরার আভাস দিয়েছিলো। তাই খেলতে গিয়েছিলেন আইপিএল। খেলেছেন ৭টি ম্যাচ। ইনজুরি সেখান থেকে বাসা বেধেছিলো। তার এক্সরে রিপোর্টে সোমবার রাতে ধরা পড়ে। পায়ে কিছুটা চিড় ধরেছে মুস্তাফিজের। তাই আফগানিস্তান সিরিজ থেকে দলের বাইরে যেতে হচ্ছে কাটা মাস্টারকে।
বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ব্যথা আছে, আঘাত আছে, হাড়ে একটু চোট আছে। যেকারণে ওর যাওয়া হচ্ছে না। বুড়ো আঙুলের হাড়ে হালকা চিড় ধরেছে। ২০ তারিখে আঘাত পেয়েছে। এরিমধ্যে আট দিন চলে গেছে। আমরা আরও দুই থেকে তিন সপ্তাহের জন্য রেস্টে রাখবো।’
মুস্তাফিজের বদলে কপাল খুলতে পারে অলরাউন্ডার আবুল হোসেন রাজু কিংবা সাঈফুদ্দিনের। কিন্তু, টাইগারদের ভাবনা একটা আছে তা হলো, জুলাইয়ে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তার আগে ফিট হবেন তো মোস্তাফিজ। আশ্বস্ত করলেন বিসিবি’র চিকিৎসক।
‘আমরা আশা করছি, ২১ দিন রেস্ট নেয়ার পরে ও বোলিং শুরু করতে পারবে।’
এদিকে, সোমবার রাতে ব্যাক পেইনে ভোগা স্পিড স্টার তাসকিন আহমেদ ব্যথা নিরাময়ের ইনজেকশন নিয়েছেন বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক। তবে, তার ভবিষ্যৎ কি তা জানতে অপেক্ষে করতে হবে পরবর্তী তিন দিন পর্যন্ত।
আকাশ নিউজ ডেস্ক 

























