আকাশ স্পোর্টস ডেস্ক:
আমি এনিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের ফাইনালে খেলতে যাচ্ছি। আমাকে সবগুলো ম্যাচে খেলানোর জন্য সানরাইজার্স হায়দরাবাদের টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ।
কিছু খেলায় আমি আমার প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারিনি। তবে আমি বলব সানরাইজার্স হায়দরাবাদের জন্য এটা একটা ভালো টুর্নামেন্ট ছিল।
এটা আমাদের সবার জানাছিল, শেষ দুই তিন ওভারে ম্যাচের ভাগ্য পরিবর্তন হতে পারে। এই জায়গায় এসে অনেকেই হেরে যায়, আবার জয় নিয়েও মাঠ ছাড়ে।
আমরা কলকাতার ব্যাটসম্যানদের স্নায়ু চাপে রাখতে চেয়েছিলাম। আজ আমরা অন্যদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। কার্লোস ব্রাথওয়েট একজন সুখি মানুষ। আমরা তাকে হারিয়েই ফেলেছিলাম, আজ আবার ফিরে সে আমাদের জয় উপহার দিল।
খেলার টার্নিং পয়েন্ট, মাঝ পথে বোলিং করে আমি এবং রশিদ খান, রবিন উথাপ্পা ও দিনেশ কার্তিককে বোল্ড করেছি। সেটাই হল খেলার টার্নিং পয়েন্ট।
আকাশ নিউজ ডেস্ক 

























