আকাশ স্পোর্টস ডেস্ক:
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরাজয়ে আইপিএলের চলমান আসর থেকে বিদায় নিশ্চিত হলো ক্রিস গেইলদের কিংস ইলেভেন পাঞ্জাবের।
রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার আগেও পাঞ্জাবের স্বপ্ন ছিল আইপিএলের শেষ চারে খেলার। পরাজয়ে সেই স্বপ্ন ভেস্তে গেলো লোকেশ রাহুল-গেইলদের।
এদিন পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে খেলতে নেমে ১৫৩ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব।
আগে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব যদি এই রান নিয়ে ৫৩ রানে জয় পেত তাহলে আইপিএলের প্লে-অফে খেলার সুযোগ থাকত। পরাজয়ে সেই সুযোগ ভেস্তে যায় গেইল-রাহুলদের।
টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের পাঁচ বল আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে চেন্নাই। দলের জয়ে ৪৮ বলে দুই ছক্কা এবং চার বাউন্ডারিতে ৬১ রান করেন সুরেশ রায়না। এছাড়া ২০ বলে ৩৯ রান করেন চাহার।
পাঞ্জাবের পরাজয়ে সুবিধে হয়েছে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন রাজস্থান রয়েলসের। ১৪ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে প্লে-অফের খেলা নিশ্চিত করে রাজস্থান।
সবার আগে শেষ চারে খেলা নিশ্চিত হয় সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদের। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। তৃতীয় দল হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করে দিনেশ কার্তিকের কলকাতা।
আর এদিন গেইলদের পরাজয়ে আইপিএলর ১১তম আসরের প্লে অফ নিশ্চিত হয় আজিঙ্কা রাহানের রাজস্থান রয়েলসের।
আকাশ নিউজ ডেস্ক 

























