অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুর সিটি করপোরেশনের ১৭৭ কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। নগর ভবনের প্রধান কর্মকর্তা আকতার হোসেন আজাদ ও মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
নগর ভবন সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নগর ভবনের ২য় মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করার ঘোষণা দেন মোস্তাফিজার রহমান মোস্তফা। একই সঙ্গে কর্মকর্তা কর্মচারী নিয়োগে কোন অনিয়ম হয়েছে কী না তা খুঁজে বের করতে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেন তিনি। টিম প্রধান করা হয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদকে। কিছুদিন আগে ওই টিম মেয়র বরাবর একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ২৪০ জনের মধ্যে ১৭৭ জনের বিরুদ্ধে কোন নিয়ম না মেনে নিয়োগ দেয়ার প্রমাণ পায় তদন্ত কমিটি।
তদন্তে বেরিয়ে আসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ও পত্রিকায় কোন প্রকার বিজ্ঞপ্তি না দিয়ে গোপনেই ২০১২ সালে প্রায় ২৪০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন সাবেক মেয়র সরফুদ্দিন আহাম্মেদ ঝন্টু। তাদের নিয়োগে কোনও লিখিত বা মৌখিক পরীক্ষাও নেয়া হয়নি। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের নিয়োগ দেয়া হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান আকতার হোসেন আজাদ দৈনিক আকাশকে বলেন, আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখেছি, তাদের নিয়োগের পুরো প্রক্রিয়া অবৈধ ছিল। বিষয়টি লিখিতভাবে মেয়র মহোদয়কে জানানো হয়েছে। তিনি বিষয়টি দেখভাল করছেন।
জানতে চাইলে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, তদন্ত কমিটির মতামত ও সুপারিশের ভিত্তিতে তাদের চাকুরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে তাদের কাছে থাকা সব ফাইলপত্র বুঝিয়ে দিয়ে যেতেও বলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























