ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

সংবিধান অনুযায়ী এ দেশে নির্বাচন হবে: শিল্পমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

“সংবিধান অনুযায়ী এ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতে কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হয়েছে এবং আমেরিকায় ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার নেতৃত্বে নির্বাচন হয়েছে। পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে। ”

আজ শুক্রবার বিকেল ৫টায় ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মন্ত্রী বলেন, “সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে, এর বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। কোনও ষড়যন্ত্র কোনও চক্রান্ত তা ব্যাহত করতে পারবে না। ” বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সুখি ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। তিনি বেঁচে আছেন বলেই আজ উন্নয়নের জোয়ার বইছে। ” ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তরিত হবে বলে আশাব্যক্ত করেন শিল্পমন্ত্রী।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর প্রমুখ। উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী এ দেশে নির্বাচন হবে: শিল্পমন্ত্রী

আপডেট সময় ১২:০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

“সংবিধান অনুযায়ী এ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতে কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হয়েছে এবং আমেরিকায় ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার নেতৃত্বে নির্বাচন হয়েছে। পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে। ”

আজ শুক্রবার বিকেল ৫টায় ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মন্ত্রী বলেন, “সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে, এর বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। কোনও ষড়যন্ত্র কোনও চক্রান্ত তা ব্যাহত করতে পারবে না। ” বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সুখি ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। তিনি বেঁচে আছেন বলেই আজ উন্নয়নের জোয়ার বইছে। ” ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তরিত হবে বলে আশাব্যক্ত করেন শিল্পমন্ত্রী।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর প্রমুখ। উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।