অাকাশ জাতীয় ডেস্ক:
একাত্তরে যশোরের কেশবপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল হোসেন বিশ্বাস মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
৭৮ বছর বয়সী বিল্লাল বাধর্ক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। গত ৫ মে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৬ সালের ১০ অগাস্ট এক রায়ে বিল্লালসহ সাতজনকে আমৃত্যু কারাদণ্ড দেন, আর সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে দেন মৃত্যুদণ্ড।
বিল্লাল হোসেন বিশ্বাসের বাড়ি যশোরের কেশবপুরের নেহালপাড়া গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন এবং অপহরণে আটকে রেখে নির্যাতন এবং হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে যুক্ত হন বলে আদালতের বিচারে উঠে আসে।
ওই মামলার বিচার চলাকালে ২০১৪ সালে গ্রেফতার হন বিল্লাল। তার পর থেকে তিনি কারাগারেই ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 




















