আকাশ স্পোর্টস ডেস্ক:
আইপিএল খেলতে এসে প্রেমে মজেছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো। এই ক্যারিবীয় তারকা মাঠের বাইরে সময় কাটাচ্ছেন ভারতের সুপার মডেল ও অভিনেত্রী নাতাশা সুরির সঙ্গে।
দুজনকে বেশ কয়েকবার দেখা গেছে একসঙ্গে। সম্প্রতি মুম্বাইয়ের একটি কফি শপে ব্রাভো-নাতাশাকে ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রীরা।
২০০৬ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব জেতেন নাতাশা। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়ও প্রথম দশের মধ্যে ছিলেন তিনি। অভিনয়েও সমান পারদর্শী নাতাশা। একাধিকবার গ্যালারিতে বসে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখেছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে ব্রাভোর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন নাতাশা। সেখানে অবশ্য ব্রাভোকে নিজের ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন এই মডেল।
কিছুদিন আগে প্রেমিকা রেগিনা রামজিতের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে ব্রাভোর। এরপরই নাতাশার সঙ্গে ঘনিষ্ঠতা।
আকাশ নিউজ ডেস্ক 
























