অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইসরাইল কর্তৃক দখলকৃত গোলান মালভূমিতে ইসরাইলি সেনাদের স্থাপনায় ইরানি হামলার পর এবং ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল।
বুধবার রাতে ইরানি সেনারা ইসরাইলের ওই সেনাস্থাপনা লক্ষ্য করে অন্তত ২০টি রকেট হামলা চালায়। ওই হামলার জবাবে তার কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ায় ইরানি স্থাপনায় হামলা চালায় ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এবং এএফপির খবর বলা হয়েছে, গোলান মালভূমিতে ইসরাইলের সেনাদের অবস্থান লক্ষ্য করে ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরাইলি বাহিনী হামলা চালায়।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস জানান, সিরিয়ায় ইরানি সেনাস্থাপনায় হামলা চালিয়েছে তারা। ইরানি অস্ত্রভাণ্ডার ও যানবাহনসহ কয়েকটি স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
জোনাথন কনরিকাস বলেন, ইরানি আল কুদস ব্রিগেড এই হামলা চালিয়েছে। এ হামলাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইসরাইল। এর কঠোর জবাব দেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















