ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

ওআইসির ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তানের মিথ্যাচার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষ হওয়ার আগে ‘ঢাকা ঘোষণা’ প্রচার নিয়ে পাকিস্তানের মিথ্যাচার করেছে বলে অভিযোগ উঠেছে।

সম্মেলন শেষ হওয়ার এক দিন পরে পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করে, বাংলাদেশ সম্মেলন শেষ হওয়ার আগে ‘ঢাকা ঘোষণা’ প্রচার করেছে।

পাকিস্তান হাইকমিশনের করা এমন অভিযোগের পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সম্মেলন শেষে ঢাকা ঘোষণা প্রচার করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঢাকা ঘোষণার মূল খসড়া ওআইসি সচিবালয় তৈরি করেছিল। পরে কিছু সদস্য দেশ, ওআইসির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্বাগতিক দেশের পরামর্শে অতিরিক্ত অনুচ্ছেদ এতে সংযোজন করা হয়।

পাকিস্তান ঘোষণার ১৮ নম্বর অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্ন তুলেছে, তাতে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের বিজ্ঞপ্তিতে অভিযোগ আনা হয়, বাংলাদেশ সম্মেলন শেষ হওয়ার ঠিক আগে ঢাকা ঘোষণা প্রচার করেছে। এতে শুধু স্বাগতিক দেশের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। তাই এর দায় স্বাগতিক দেশকে নিতে হবে, কেননা ঘোষণার সারবস্তু নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা কিংবা দর-কষাকষি করা হয়নি।

তবে ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তানের আনা অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছে কূটনৈতিক মহল। তারা বলছে, এই ধরনের গুরত্বপূর্ণ বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। ওআইসির কর্মপদ্ধতি অনুযায়ী এ ধরনের কোনো সম্মেলনের বেশ আগে থেকেই ঘোষণার খসড়া সদস্য দেশগুলোতে পাঠিয়ে মতামত নেওয়া হয়। এরপর ওই মতামতের ওপর আলোচনা করে তা চূড়ান্ত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

ওআইসির ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তানের মিথ্যাচার

আপডেট সময় ১১:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষ হওয়ার আগে ‘ঢাকা ঘোষণা’ প্রচার নিয়ে পাকিস্তানের মিথ্যাচার করেছে বলে অভিযোগ উঠেছে।

সম্মেলন শেষ হওয়ার এক দিন পরে পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করে, বাংলাদেশ সম্মেলন শেষ হওয়ার আগে ‘ঢাকা ঘোষণা’ প্রচার করেছে।

পাকিস্তান হাইকমিশনের করা এমন অভিযোগের পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সম্মেলন শেষে ঢাকা ঘোষণা প্রচার করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঢাকা ঘোষণার মূল খসড়া ওআইসি সচিবালয় তৈরি করেছিল। পরে কিছু সদস্য দেশ, ওআইসির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্বাগতিক দেশের পরামর্শে অতিরিক্ত অনুচ্ছেদ এতে সংযোজন করা হয়।

পাকিস্তান ঘোষণার ১৮ নম্বর অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্ন তুলেছে, তাতে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের বিজ্ঞপ্তিতে অভিযোগ আনা হয়, বাংলাদেশ সম্মেলন শেষ হওয়ার ঠিক আগে ঢাকা ঘোষণা প্রচার করেছে। এতে শুধু স্বাগতিক দেশের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। তাই এর দায় স্বাগতিক দেশকে নিতে হবে, কেননা ঘোষণার সারবস্তু নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা কিংবা দর-কষাকষি করা হয়নি।

তবে ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তানের আনা অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছে কূটনৈতিক মহল। তারা বলছে, এই ধরনের গুরত্বপূর্ণ বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। ওআইসির কর্মপদ্ধতি অনুযায়ী এ ধরনের কোনো সম্মেলনের বেশ আগে থেকেই ঘোষণার খসড়া সদস্য দেশগুলোতে পাঠিয়ে মতামত নেওয়া হয়। এরপর ওই মতামতের ওপর আলোচনা করে তা চূড়ান্ত করা হয়।