অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ১০ হাজার অধিবাসীকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে উদগীরণ শুরু হওয়াকে কেন্দ্র করে এ নির্দেশ দেয়া হয়।
ইতিমধ্যে কোনো কোনো আবাসিক এলাকায় লাভা ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। আগ্নেয়গিরির উদগীরণের পর ৫ মাত্রার ভূমিকম্পসহ অনেক ছোট ছোট ভূকম্পনও ঘটেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় শেষরাত সাড়ে ৪টা থেকে সাইরেনের বিপদসংকেত বাজানো হচ্ছে। এগিয়ে আসা লাভা স্রোত থেকে রক্ষা পাওয়ার জন্য হাওয়াই বাসীদের সতর্ক করার লক্ষ্যে সাইরেন বাজানো হচ্ছে।
বাতাসে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি বিপজ্জনক মাত্রায় বেড়ে গেছে। এ ধরনের বাতাসে শ্বাস নেয়া মানুষের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। এ ছাড়া পানির সংস্পর্শে আসার পর হতে পারে এসিড বৃষ্টি।
স্থানীয় গভর্নর ডেভিড লেগ জরুরি অবস্থা জারি করেছেন এবং সহায়তার জন্য মার্কিন ন্যাশনাল গার্ড পাঠাতে বলেছেন।
স্থানীয় কমিউনিটি কেন্দ্রগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ঘরবাড়ি ছেড়ে আসা মানুষদের জন্য দুটি আশ্রয়কেন্দ্র খুলেছে মার্কিন রেড ক্রুশ।
আকাশ নিউজ ডেস্ক 
























