অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ‘মিথ্যার ওপর’ তৈরি হয়েছে। ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে গোপন তথ্য রয়েছে- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন দাবির পরই পম্পেও এই মন্তব্য করলেন।
পম্পেও বলেছেন, ইসরায়েলের নতুন প্রকাশিত গোয়েন্দা তথ্য নির্ভরযোগ্য এবং এর অনেক বিষয়ই মার্কিন বিশেষজ্ঞদের কাছে নতুন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের তথ্যে নতুন কিছু নেই।
পম্পেও ইসরায়েলের সামরিক সদরদপ্তরে রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তাকে এই বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়। ওয়াশিংটনের এই নতুন শীর্ষ কূটনীতিক দেশে ফেরায় নথিটি প্রকাশ করা হয়।
পম্পেও তার বিমানে থাকা সাংবাদিকদের বলেন, আলোচনার কিছুক্ষণ আগে আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি এবং এই ব্যাপারে অবশ্যই আমরা কথা বলেছি।
এই ব্যাপারে ‘আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে, এসব নথি যথার্থ এবং বিশ্বাসযোগ্য।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তিতে থাকবেন কিনা তা ১২ মে’র মধ্যেই জানাবেন।
ব্রিটেন, ফ্রান্সসহ পশ্চিমা অন্যান্য শক্তিগুলো বলছে, ইরান পারমাণবিক চুক্তি মেনে চলছে। অবশ্যই এই চুক্তি বহাল রাখা উচিত।
আকাশ নিউজ ডেস্ক 



















