আকাশ জাতীয় ডেস্ক:
আগামি মাসের শুরুর দিকে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অংশ নিতে ঢাকায় আসবেন তিনি। এর আগে তিনি ঢাকা এসেছিলেন ২০১৪ সালের ২৫ জুন। ওই সময় ২৭ জুন পর্যন্ত ঢাকায় অবস্থান করেছিলেন সুষমা স্বরাজ। খবর হিন্দুস্তান টাইমসের।
নির্দিষ্টভাবে দিন-তারিখ ঠিক না হলেও উভয় দেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে নেয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি সম্পর্কে পর্যালোচনার জন্য ঢাকায় আসবেন তিনি।
বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা বলেন শ্রিংলা। তিনি বলেন, গণতন্ত্র মানে কিন্তু তাতে অংশগ্রহণ। আমি নিশ্চিত কেউ গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকতে চাইলে নির্বাচনে অংশ না নিয়ে উপায় নেই।তিনি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ না নেয়া মানে, আপনি ওই প্রক্রিয়ায় থাকছেন না।